ভাঙারি ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১

রাজধানীর মিটফোর্ড এলাকায় ভাঙারি ব্যবসার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে সোহাগ (৩২) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার (৯ জুলাই) বিকালে মিটফোর্ড হাসপাতালের সামনে ঘটনাটি ঘটে। এ ঘটনায় স্থানীয়রা দুই জনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ভাঙারি ব্যবসার আধিপত্য নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মিটফোর্ড হাসপাতালের তিন নম্বর গেটের সামনে সোহাগ নামে এক ব্যবসায়ীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে মিটফোর্ড হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

দুই জনকে আটকের বিষয়ে ওসি বলেন, ‘আমরা ঘটনাস্থলে আছি। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। বিস্তারিত পরে জানানো হবে।’  

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মিটফোর্ড এলাকায় তামার তারের ভাঙারি ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে সোহাগ গ্রুপ ও মঈন গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এ নিয়ে বিকালে হাসপাতালের সামনে দুই গ্রুপের মধ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষ শুরু হয়। এ সময় সোহাগকে কুপিয়ে হত্যা করা হয়।