পুরান ঢাকায় মুয়াজ্জিন হত্যার বিচার চেয়ে মানববন্ধন

মুয়াজ্জিন হত্যার বিচার চেয়ে মানববন্ধনপুরান ঢাকার ঝব্বু খানম মসজিদের মুয়াজ্জিন মাওলানা বেলাল হোসেন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করেছে কলরব নামের একটি সাংস্কৃতিক সংগঠন। বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানবন্ধন করে সংগঠনটি। মুয়াজ্জিন বেলাল হোসেন ছাড়াও নিজ ফ্ল্যাটে সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা, কুমিল্লার ময়নামতি ক্যান্টনমেন্টে তনু হত্যার বিচারও দাবি করে সংগঠনটি।
কলরবের প্রধান পরিচালক রশিদ আহমেদ ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধনে বক্তারা দেশের মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তোলেন। বক্তারা বলেন,  সাংবাদিক সাগর- রুনি হত্যা, সেনাবাহিনীর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে তনু হত্যা এবং আমাদের সবচেয়ে নিরাপদ স্থান মসজিদে মুয়াজ্জিনকে হত্যা করা হয়। অবিলম্বে এসব হত্যাকাণ্ডের বিচার না হলে সরকারকে এর মাশুল দিতে হবে।
মানব্ন্ধনে বক্তব্য রাখেন, অধ্যাপক এটিএম হেমায়েত উদ্দিন,  মাওলানা ইমতিয়াজ আলম, সাঈদ আহমাদ, আবু সুফিয়ান, বদরুজ্জামান, আবু রায়হান, আমিনুল ইসলাম মামুন, ওমর আব্দুল্লাহ, সাঈদুজ্জামান নুর, ইকবাল মাহমুদ, মাহফুজুল আলম ও শাফিন আহমাদ প্রমুখ।

/জেইউ/ এপিএইচ/