রূপগঞ্জ থানার ওসি প্রত্যাহার

সরকার দলীয় এমপি ওমর ফারুককে ইসির শোকজ

নির্বাচন কমিশনইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের সঙ্গে থেকে রিটার্নিং অফিসারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগে রাজশাহীর-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী তিন দিনের মধ্যে এই সংসদকে জবাব দিতে বলা হয়েছে। এদিকে, ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে ইসি। কমিশনের উপসচিব মো. সামসুল আলম বৃহস্পতিবার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।
মো. সামসুল আলম জানান, রাজশাহীর তানোর উপজেলার সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে দলীয় প্রার্থীদের মধ্যে মনোনয়নপত্র বিতরণ ও মনোনয়নপত্র জমা দেওয়ার দিন একপাশে ওসি ও আরেকপাশে ইউএনওকে রেখে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। তার পরিপ্রেক্ষিতে তাকে আগামী তিনদিনের মধ্যে তার বিরুদ্ধে আনিত অভিযোগের কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
এদিকে, ইউপি নির্বাচনে পক্ষপাতিত্বের অভিযোগে ইসি  নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলামকে প্রত্যাহার করার নির্দেশ দিয়েছে। উপ-সচিব মো. সামসুল আলম স্বাক্ষরিত নির্দেশনাটি বৃহস্পতিবার মহাপুলিশ পরিদর্শক বরাবর পাঠানো হয়। 

ইসির পাঠানো নির্দেশনায় অভিযুক্ত ওই ওসিকে প্রত্যাহার করে সেখানে একজন উপযুক্ত কর্মকর্তাকে পদায়ন করার জন্য বলা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে ইসির উপসচিব সামসুল আলম জানান, ওসি মাহমুদুল ইসলামের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ থাকায় সেখানে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাকে কমিশন থেকে প্রত্যাহার করার নির্দেশ দেওয়া হয়েছে।

/ইএইচএস/এমএনএইচ/