ধরিত্রী দিবসের এবারের প্রতিপাদ্য ‘পৃথিবীর জন্য বৃক্ষ’। বৃক্ষের সঙ্গে মানুষের জীবন ঘনিষ্ঠভাবে জড়িত। সেই হিসেবে দিবসটির এবারের প্রতিপাদ্য যথার্থ হয়েছে বলে মনে করছেন পরিবেশবিদরা।
সর্বপ্রথম ১৯৭০ সালে ধরিত্রী দিবস পালিত হয়। বর্তমানে আর্থ ডে নেটওয়ার্ক বিশ্বব্যাপী ১৯৩টিরও বেশি দেশে সমন্বিতভাবে দিবসটি পালন করে।
দিবসটি উপলক্ষে পরিবেশ আন্দোলন পবা ‘মৌসুমী ফল উৎপাদনে বিষ, বিপন্ন মানুষ, বিপন্ন প্রকৃতি’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করেছে। শুক্রবার সকাল ১১টায় পবা কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন (পিএসসি)-এর সাবেক চেয়ারম্যান ইকরাম আহমেদ।
এ ছাড়াও দিবসটি পালনে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি হাতে নিয়েছে।
সূত্র: বাসস।
/এফএস/ আপ- এপিএইচ/