শিক্ষায় ভুটানের চেয়ে এগিয়ে বাংলাদেশ: ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামচো দর্জিকে শুভেচ্ছা জানাচ্ছেন উপাচার্য অধ্যাপক ড. নুরউন নবীভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামচো দর্জি বলেছেন, ‘শিক্ষায় বাংলাদেশ ভুটানের চেয়ে এগিয়ে  আছে। এ কারণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে শিক্ষক বিনিময়সহ শিক্ষা বিষয়ে সহযোগিতা কামনা করেছি আমরা।ইতোমধ্যে এ সংক্রান্ত বিষয়ে চুক্তি সম্পাদন করার পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।’
শনিবার দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পরিদর্শন করে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে ভুটানি পররাষ্ট্রমন্ত্রী একথা বলেন।
তিনি বলেন, ভুটানে পূর্বে মাত্র একটি বিশ্ববিদ্যালয় ছিল। সম্প্রতি আরও একটি বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে। কিন্তু দক্ষ শিক্ষক সংকটসহ অন্যান্য প্রয়োজনীয় অনেক সমস্যা রয়েছে। সে কারণে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সঙ্গে ভুটানের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা অভিজ্ঞতা বিনিময় প্রয়োজন।
ভুটানের পররাষ্ট্র মন্ত্রী আরও বলেন, ভুটানের সঙ্গে রংপুরের যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। কারণ ভারতের বুড়িমারী স্থলবন্দর দিয়ে সহজেই রংপুর অঞ্চলের বিভিন্ন জেলায় যাতায়াত করা যায়। এ জন্য ভুটানের অনেক শিক্ষার্থী রংপুরের বিভিন্ন বেসরকারি মেডিক্যাল কলেজ ও ডেন্টাল কলেজে লেখাপড়া করছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়েও ভুটানের ছেলে মেয়েরা লেখাপড়া করার আগ্রহ প্রকাশ করেছে।
আরও পড়ুন: ক্ষমতাসীন দলের নেতারা বাদে সবাই খুন হচ্ছেন: ইমরান

এর আগে দুপুরে ভুটানের পররাষ্ট্রমন্ত্রী দামচো ক্যাম্পাসে এসে পৌঁছলে উপাচার্য অধ্যাপক ড. নুরউন নবী তাকে স্বাগত জানান। এরপর তিনি  উপাচার্য কার্যালয়ে শিক্ষকদের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনায় বসেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগীয় প্রধান ও রেজিস্ট্রার ইব্রাহিম কবীর উপস্থিত ছিলেন। পরে পররাষ্ট্রমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন।

 

/এনএস/এমএসএম/