সীমান্তে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে ঢাবি শিক্ষার্থীর অবস্থান

সীমান্তে হত্যার প্রতিবাদে রাজু ভাস্কর্যে ঢাবি শিক্ষার্থীর অবস্থান

সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) দ্বারা বাংলাদেশি নাগরিক হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান কর্মসূচিতে বসেছেন এক শিক্ষার্থী। আজ শনিবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪টা থেকে প্রতিবাদী এ কর্মসূচীতে বসেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের এমবিএ'র শিক্ষার্থী নাসির আবদুল্লাহ। তিনি জিয়াউর রহমান হলের আবাসিক শিক্ষার্থী।

জানতে চাইলে তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, সীমান্তে অব্যাহতভাবে বাংলাদেশি নাগরিকদের হত্যা করছে বিএসএফ। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্ষেত্রে নির্বিকার রয়েছে। যা খুবই দুঃখজনক। এক প্রশ্নের জবাবে অবস্থানকারী এ শিক্ষার্থী জানান, এক-দুইদিনের দিনের জন্য তিনি অবস্থান কর্মসূচিতে বসেননি। পররাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তিনি অবস্থান কর্মসূচি থেকে সরবেন না।

গায়েবানা জানাজা

সীমান্তে হত্যার প্রতিবাদে এদিন রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজা পড়েন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা দাবি করেন, গত ২৩ দিনে সীমান্তে ১৯  বাংলাদেশি হত্যা করা হয়েছে। যার প্রতিবাদে ‘বাংলাদেশি নাগরিক’ ব্যানারে গায়েবানা জানাজা পড়েন তারা । এসময় তারা ‘সীমান্তে মানুষ মরে, শেখ হাসিনা কী করে?’ , ‘দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না’, ‘ভারতের দালালেরা, হুঁশিয়ার সাবধান’ স্লোগান দেন। জানাজা শেষে ব্র্যাক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক খন্দকার রাকিব বলেন, বাংলাদেশ-ভারত সীমান্তে বিনা বিচারে, বিনা অপরাধে অনেককে হত্যা করা হয়েছে। কোনও নিয়ম নীতি তোয়াক্কা না করে ভারত আমাদের দেশের নাগরিকদের নির্বিচারে হত্যা করছে। এর কোনও প্রতিকার বাংলাদেশ সরকার করছে না। আমরা এর তীব্র নিন্দা জানাই।'