ফেক আইডির মাধ্যমে ফেসবুকে বাংলা একাডেমির নামে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে

3

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলা একাডেমির নাম ও মনোগ্রাম ব্যবহার করে ফেসবুকের বাংলা হিসেবে ‘বদনবই’ শব্দটি ব্যবহার করা হয়েছে। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় চলছে তুমুল আলোচনা-সমালোচনা। এরইমধ্যে বাংলা একাডেমি জানিয়ে দিয়েছে শব্দটি তাদের প্রণীত নয়। প্রতিষ্ঠানটির দাবি, বাংলা একাডেমির মনোগ্রাম ব্যবহার করে ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে একটি অসাধু গোষ্ঠী জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে।

বাংলা একাডেমির নাম ব্যবহার করে ওই পোস্টারে উপরে লেখা আছে— বাংলা একাডেমি প্রমিত বাংলা বানানের নিয়ম। নিচে লেখা হয়েছে ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থার নাম এই নিয়মের আওতাভুক্ত নয়। একেবারে নিচে লেখা হয়েছে- ‘ বাংলা একেডেমির এই পাতাকে ভালোবেসে পছন্দ করেছেন আপনারা ১৫ হাজার বদনবই (facebook) ব্যবহারকারী। এই মাইলফলকে পৌঁছানোর জন্য সব পছন্দকারী ও দর্শনার্থীদের প্রতি কৃতজ্ঞতা, অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করছি।’

ফেসবুকের বাংলা ‘বদনবই’ উল্লেখ করায় সামাজিক মাধ্যমে এ নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হলে বাংলা একাডেমি একটি সতর্কতামূলক বিজ্ঞপ্তি জারি করে। প্রতিষ্ঠানটির মহাপরিচালক হাবিবুল্লাহ সিরাজি স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাংলা একাডেমি’ নামে ভুয়া ফেসবুক আইডি খুলে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে চলেছে। বাংলা একাডেমি এই চক্রকে শনাক্ত করার চেষ্টা করছে এবং এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।’