ডিএসসিসির ১৫ ওয়ার্ডে তিন হাজার প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ

8

ডিএসসিসির ১৫ ওয়ার্ডে তিন হাজার প্যাকেট খাদ্যসামগ্রী বিতরণ করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির মাধ্যমে বাস্তবায়িত ‘প্রান্তিক জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন’ প্রকল্পের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (১৩ এপ্রিল) ১৫টি ওয়ার্ডে দুই হাজার ৯০০ প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে ২৫০০ টাকা সমমূল্যের দুই হাজার ৯০০টি খাবারের প্যাকেট বিতরণ করেছে।
এছাড়া এলআইইউপিসির পক্ষ থেকে নগর ভবনে আরও খাদ্যসামগ্রী ডিএসসিসির কাছে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া হয়। এতে অর্থায়ন করেছে বাংলাদেশ সরকার, ইউকেএইড ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি।
প্রকল্পের আওতায় এর আগেও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে এক লাখ ১১ হাজার ৪৫টি সাবান বিতরণ করা হয়েছে।
খাদ্য সহায়তা প্রদান কর্মসূচি উদ্বোধন করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) শাহ্ মো. ইমদাদুল হক। এতে আরও উপস্থিত ছিলেন ডিএসসিসি সচিব মোস্তফা কামাল মজুমদার, প্রধান বস্তি উন্নয়ন কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান সিদ্দীক, এলআইপিসিপি'র টাউন ম্যনেজার ডা. সোহেল ইকবাল প্রমুখ।