৩৩ হাজার হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করবে টিএমএসএস

1


৩৩ হাজার হতদরিদ্র মানুষের মাঝে ত্রাণ বিতরণের উদ্যোগ নিয়েছে বেসরকারি সংস্থা ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘ (টিএমএসএস)। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার (৭ মে) রাজধানীর মিরপুরের প্রধান কার্যালয়ে দুর্দশাগ্রস্ত ৪০০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন সংস্থাটির উপদেষ্টা ইঞ্জিনিয়ার ইজার উদ্দিন।
টিএমএসএস’র পক্ষ থেকে জানানো হয়, করোনা দুর্যোগে দেশের বিভিন্ন এলাকায় ১ এপ্রিল থেকে প্রতিদিন ৪০০ জন হতদরিদ্র এবং অসহায়দের ত্রাণ বিতরণ করা হচ্ছে। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার টিএমএসএস-এর প্রধান কার্যালয়ে দরিদ্র ৪০০ পরিবারদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। ৩৩ হাজার হতদরিদ্রদের মাঝে এই ত্রাণ বিতরণ করা হবে বলেও জানায় প্রতিষ্ঠানটি।
বৃহস্পতিবার ত্রাণ বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ। এছাড়া, ত্রাণ বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে অংশগ্রহণ করেন জাইকা অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও উপদেষ্টা মো. ইজার উদ্দিন।