কোথায় সামাজিক দূরত্ব (ফটো স্টোরি)

1গণপরিবহন খুলে দেওয়া ও ৬৬ দিন পরে অফিস চালুর প্রথমদিনে অনেক স্থানেই দেখা যায়নি সামাজিক দূরত্ব মেনে চলার বিধিনিষেধ। কমলাপুর রেলওয়ে স্টেশন, সদরঘাট লঞ্চ টার্মিনালে অনেক যাত্রীদের দেখা গেছে মাস্ক ছাড়া। বেশিরভাগকে একে অপরের কাছাকাছি বসে থাকতে।

7

যাত্রীরা বলছেন, সামাজিক দূরত্ব মেনে চলার বাস্তবতা নেই। লঞ্চে উঠতে বা জায়গা করে নিয়ে বসতে গিয়ে তাদের কাছাকাছি আসতেই হচ্ছে। এদিকে রবিবার থেকে শুরু হয়েছে ব্যাংকগুলোতে পূর্ণ উদ্যমে কাজ। সেবাগ্রহীতাদের দাঁড়ানোর জন্য ছক করে দেওয়া থাকলেও বাড়তি ভিড়ের কারণে এক ছকের কাছেই একাধিকজনকে দাঁড়াতে দেখা যাচ্ছে। নাগরিকের প্রশ্ন, সামাজিক দূরত্ব মানার বাস্তবতা আছে কিনা, কিংবা প্রতিষ্ঠানগুলো সেটার ব্যবস্থা করে দিচ্ছে কিনা সেটা মনিটরিংয়ে কেউ না থাকলে এই উদ্যোগ সফল হবে না।

3561581094213121114