২৪ ঘণ্টার মধ্যেই কোরবানির বর্জ্য অপসারণ হবে

মেয়র আতিকুল ইসলাম (ফাইল ছবি)আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার প্রথম দিনের বর্জ্য অপসারণ করা হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। তিনি বলেন, ‘আমাদের নতুন যুক্ত হওয়া ওয়ার্ডগুলোসহ পুরো ডিএনসিসি এলাকার বর্জ্য নগরবাসীর সহযোগিতায় নির্ধারিত সময়েই অপসারণ করবো।’

শনিবার (১ আগস্ট) বেলা ১২টায় রাজধানীর বসিলা এলাকায় অবস্থিত সাদিক এগ্রোতে অবস্থিত ডিএনসিসির ডিজিটাল কোরবানি পশু ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে এসে মেয়র এই কথা বলেন।

আতিকুল ইসলাম বলেন, ‘ডিএনসিসির ইতিহাসে আমরা প্রথমবারের মতো ডিজিটাল পদ্ধতিতে ৪০০ গরু কোরবানির আয়োজন করেছি। এর সব কার্যক্রম হয়েছে অনলাইনে। এখানে পশু জবাই থেকে শুরু করে বাসায় পৌঁছে দেওয়া পর্যন্ত সব দায়িত্ব আমাদের। আমরা মাংস কাটার পর প্যাকেটিং করে ফ্রিজিংয়ের মাধ্যমে বাসায় পৌঁছে দিচ্ছি। আমরা পুরো ব্যবস্থাপনাটি কম্পিউটার সিস্টেমে করছি। অনলাইনে যারা গরু বুকিং দিয়েছেন তাদেরকে আমরা সময় নির্ধারণ করে দিয়েছি, তার মাংসটি কখন পৌঁছে দেওয়া হবে। এখান থেকে আমরা দুস্থদের মাংসটাও বিতরণ করে দিচ্ছি। এটি বেশ চ্যালেঞ্জিং ছিল।’

ডিএনসিসির ডিজিটাল কোরবানি পশু ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শনে মেয়রনির্ধারিত স্থানে পশু জবাইয়ের বিষয়ে আতিকুল ইসলাম বলেন, ‘এই বছর ২৫৬টি স্থান নির্ধারণ করে দিয়েছি। আমি কয়েকটি স্থান ঘুরে এসেছি সেখানে কিন্তু কেউ আসে না। আমাদের এই মানসিকতা পরিবর্তন করতে হবে। এই শহরটাকে রক্ষা করতে হবে।’

কোরবানির বর্জ্য ব্যবস্থাপনা প্রসঙ্গে মেয়র বলেন, ‘আমাদের সব কর্মী রাস্তায় নেমে গেছে। নতুন ওয়ার্ডগুলোতেও বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আনা হয়েছে। আমি বোর্ড ও জুম মিটিং করেছি। আমি সরাসরি সেসব ওয়ার্ডের মনিটরিং করবো। এই চ্যালেঞ্জ তখনই সার্থক হবে যখন জনগণ আমাদেরকে সাহায্য করবে।’