দেয়ালচিত্রে পথকুকুর নিধনের প্রতিবাদ

ছবি: সাজ্জাদ হোসেনবর্তমান সমসাময়িক সময়ে পৌরসভা ও সিটি করপোরেশন কর্তৃপক্ষ পথকুকুর নিধন বা স্থানান্তর করতে আগ্রহী হয়ে ওঠে। দেয়াল চিত্রে অভিনব কায়দায় এর প্রতিবাদ জানিয়েছে পিপল ফর অ্যানিম্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন (পাউ ফাউন্ডেশন)।

শনিবার (২৯ আগস্ট) বিকালে রাজধানীর সাত মসজিদ রোডের ১০ নম্বর সড়কে এই দেয়ালচিত্র আঁকা হয়। এই সময় উপস্থিত ছিলেন শিল্পী ও পরিবেশবিদরা। তাদের সঙ্গে যুক্ত হন অভিনয়শিল্পী জয়া আহসান ও নওশাবা আহমেদ।

অভিনেত্রী নওশাবা আহমেদ। ছবি: সাজ্জাদ হোসেনছবিতে দেখানো হয় প্রকৃতিতে মানুষ ছাড়াও অন্য প্রাণির ভূমিকা। তাদের সংগ্রাম, বেঁচে থাকা ইত্যাদি। দেয়ালচিত্রে ফুটে উঠে সেই গল্পই। একটি প্রাণবিক ঢাকা গড়ার জন্য এই আয়োজনে ঢাকার সচেতন নাগরিক, পরিবেশবাদী এবং প্রাণি অধিকার কর্মীরা যুক্ত হন। সবাই মিলে প্রাণিদের জন্য একটি মমতার পরিসর গড়ে তুলতে আহ্বান জানান তারা।

ছবি: সাজ্জাদ হোসেনআয়োজকদের সঙ্গে জয়া আহসান। ছবি: সাজ্জাদ হোসেনছবি: সাজ্জাদ হোসেনছবি: সাজ্জাদ হোসেন