বন্ধুর পাশে একদল মানুষ (ফটোস্টোরি)

ছবি: সাজ্জাদ হোসেনরাজধানীতে বেশ কিছুদিন ধরে চলতে থাকা কুকুর নিধনের প্রতিবাদে এবার রাস্তায় নেমেছে শিশু, কিশোরসহ একদল পশুপ্রেমী মানুষ। তারা পথে ঘাটে তাদের বন্ধুদের ফিরে পেতে চান। তারা চান বেওয়ারিশ নাম দিয়ে যেনও আর একটি কুকুরকেও মেরে ফেলা না হয়। আর তাই তাদের মানববন্ধন ও প্যারেডের মধ্য দিয়ে তারা নিধনকারীদের মানবতা ও ভালোবাসার আহ্বান জানিয়েছেন।

ছবি: সাজ্জাদ হোসেন

‘হোয়ার ইজ মাই ফ্রেন্ড’ আমার বন্ধুরা কোথায় প্ল্যাকার্ড নিয়ে দাঁড়ালো যে শিশুটি সে বলতে চায়, কুকুরকে ভয় পাওয়ার কিছু নেই। তাকে বিরক্ত না করলে সে কাউকে কোনদিনও বিরক্ত করে না। এরা আদিমকাল থেকেই মানুষের বন্ধু হয়ে নিরাপত্তা দিয়ে আসছে। তাই বন্ধ্যাকরণের যে স্বাভাবিক প্রক্রিয়া তা নিয়ে নিয়ন্ত্রণে রাখা যেতে পারে, এভাবে হত্যায় কোনও সমাধান নেই।
120108928_688216661784344_2174077049875373278_nছবি: সাজ্জাদ হোসেনছবি: সাজ্জাদ হোসেন120041578_325549915416399_3692179511708124542_n