পুলিশের ভয়ে পালাতে গিয়ে পাঁচতলা থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

লাশ উদ্ধাররাজধানীর আগারগাঁওয়ে তাস খেলার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে নিমার্ণাধীন ভবন থেকে দ্রুত পালাতে গিয়ে পাঁচতলা থেকে লিফটের ফাঁকা দিয়ে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম মো. সবুজ হাওলাদার (৩৫)।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যার দিকে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় প্রতিবেশীরা তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতাল ও পরে ঢামেকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি জানে আলম মুন্সি বলেন, আমি বিষয়টি শুনেছি। ঘটনাস্থলে ও ঢামেক হাসপাতালে টিম পাঠিয়েছি। সেখানে আসলে কি ঘটেছিল তা তদন্তের পর বলা যাবে।
মৃত সবুজের প্রতিবেশী বেলাল হোসেন জানান, আগারগাঁও জনতা হাউজিংয়ের একটি নির্মাণাধীন সাততলা ভবনে কয়েকজন বসে তাস খেলছিল। এ সময় সেখানে শেরেবাংলা নগর থানার পুলিশ সেই ভবনে প্রবেশ করে। এতে আতঙ্কিত হয়ে তারা দ্রুত নামতে গিয়ে লিফটের জন্য রাখা ফাঁকা জায়গা দিয়ে নিচে পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। সেখান থেকে ঢামেক হাসপাতালে নিয়ে আসি, এখানে চিকিৎসকরা তাকে মৃত বলে জানান।

সবুজ হাওলাদার বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার খোদাবক্সকাঠি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে। আগারগাঁও জনতা হাউজিং এলাকায় থাকতেন তিনি।