তাজরীন গার্মেন্টস মালিকের দ্রুত বিচার দাবি

2020-10-24.2আশুলিয়ার তাজরীন ফ্যাশন গার্মেন্ট মালিক দেলোয়ার হোসেনের শাস্তি দাবি করে সংহতি প্রকাশ করেছে বিবর্তন সাংস্কৃতি কেন্দ্র। একই সঙ্গে তারা আহত শ্রমিকদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ার আহ্বান জানিয়েছেন।

শনিবার (২৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে তাজরীন গার্মেন্টসের আহত শ্রমিকদের অবস্থান কর্মসূচিতে এসে এই সংহতি প্রকাশ করেন তারা। সংগঠনটির সাংগঠনিক সম্পাদক আমিরুণ নুজহাত বলেন, ‘আইনের শাসন বলে এদেশে কিছুই অবশিষ্ট নেই। যদি থাকতো তাহলে আমরা দেখতাম অবশ্যই দেলোয়ার গ্রেফতার হতো এবং তার শাস্তি হতো। কিন্তু দেখলাম, যারা টাকা আছে, ক্ষমতা আছে তারা নির্বিচারে থাকে। আর যারা শ্রম দেয়, শ্রমটাই যাদের পুঁজি তাদের না খেয়ে মরতে হয়।’

তিনি আরও বলেন, ‘শ্রমিকের শ্রম নিয়ে মালিক টাকার পাহাড় গড়ে। সন্তানকে দেশের বাইরে পড়াশোনা করায়। অথচ যাদের শ্রমের বিনিময়ে তিনি এত কিছু করেছেন, তাদের ছেলে মেয়ে লেখাপড়া তো দূরে থাক দুমুঠো ভাত খেতে পারে না। সুতরাং এমন একটি বৈষম্যমূলক সমাজে আমরা যারা সচেতন মানুষ, তাদের উচিত এই শ্রমিকদের পাশে দাঁড়ানো।’

এই সময় সংগঠনটির সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় নেতা নজরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, ক্ষতিপূরণ, পুনর্বাসন এবং সুচিকিৎসার দাবিতে গত ১৮ সেপ্টেম্বর থেকে তাজরীন ফ্যাশন লিমিটেডের ভয়াবহ অগ্নিকাণ্ডে আহত শ্রমিকদের ২৫টির মতো পরিবার অবস্থান কর্মসূচি পালন শুরু করে জাতীয় প্রেসক্লাবের সামনে।