ডিএনএ রিপোর্ট দ্রুত না পেলে দেশজুড়ে বিক্ষোভের হুঁশিয়ারি

রাজধানীর মাস্টারমাইন্ড স্কুলের নির্যাতনের শিকার হয়ে মারা যাওয়া শিক্ষার্থীর ডিএনএ টেস্ট রিপোর্ট দ্রুত না পেলে দেশব্যাপী বিক্ষোভ করার হুঁশিয়ারি দিয়েছেন ‘স্টুডেন্ট এগেইনস্ট রেপ’ ব্যানারের শিক্ষার্থীরা।

শনিবার (১৬ জানুয়ারি) বিকেলে রাজধানীর পান্থপথ মোড়ে এক মানববন্ধন থেকে এই হুঁশিয়ারি দেন।

মানববন্ধনে ম্যাপল লিফ ইন্টারন্যাশনাল স্কুলের শ্রাবণ ইসলাম বলেন, আমরা শুধু মাস্টারমাইন্ডের শিক্ষার্থীর ধর্ষণের প্রতিবাদ করতে এখানে দাঁড়াইনি। এই ব্যানারে আমরা নির্যাতনের শিকার হওয়া সব শিক্ষার্থী ও নারীদের পক্ষে হয়ে দাঁড়িয়েছি। তবে সাম্প্রতিক সময়ে আলোচিত এই ঘটনায় ডিএনএ টেস্ট নিয়ে গড়িমসি করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আমরা তাদের হুঁশিয়ারি করে বলতে চাই, আগামী ১৫ দিনের মধ্যে যদি এই ডিএনএ রিপোর্ট জমা না দেওয়া হয়। তাহলে সারাদেশে শিক্ষার্থীরা আন্দোলনে নামবে, বিক্ষোভ করবে। এই ঘটনার সুষ্ঠু বিচার না পাওয়া পর্যন্ত আমরা এই প্রতিবাদ আন্দোলন চালিয়ে যাব।

প্রায় ঘণ্টাখানেক সেখানে অবস্থা করে শিক্ষার্থীরা ধর্ষণের বিরুদ্ধে স্লোগান দেন।