দুই দেশের সংস্কৃতির বিকাশে কাজ করবে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র: জয়শঙ্কর

ঢাকায় নতুন ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র দুই দেশের সংস্কৃতির বিকাশে ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। বৃহস্পতিবার (৪ মার্চ) ঢাকার গুলশানে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে  তিনি এ মন্তব্য করেন।

এস জয়শঙ্কর বলেন, ‘বাংলাদেশ ও ভারত ১৯৭১ সালের মুক্তিযুদ্ধসহ ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির অংশীদার।  দুই দেশের একইরকম সংস্কৃতির মূল্যবোধ রয়েছে। বাংলাদেশের স্বাধীনতার মাসে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত।’

গুলশান-২ নম্বরে পুরনো ভারত ভবন কেন্দ্রের নতুন নামকরণ করা হয় ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের দ্বিতীয় শাখা। এছাড়া ধানমন্ডিতেও পরিচালিত হবে ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রের কার্যক্রম।

এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী,সাবেক সংস্কৃতি বিষয়ক মন্ত্রী ও নাট্যজন আসাদুজ্জামান নূর, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী প্রমুখ উপস্থিত ছিলেন।

উদ্বোধনের পর ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্র ঘুরে দেখেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করসহ উপস্থিত ব্যক্তিরা।