কিউলেক্স মশা নিয়ন্ত্রণে ডিএনসিসির অভিযান শুরু

কিউলেক্স মশা নিয়ন্ত্রণে  সমন্বিত অভিযান (ক্রাশ প্রোগ্রাম) শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।

সোমবার (৮ মার্চ) শুরু হওয়া এ অভিযান শুক্রবার ব্যতীত আগামী ১৬ মার্চ পর্যন্ত চলবে। ডিএনসিসি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, ক্রাশ প্রোগ্রামে ডিএনসিসির সকল মশক নিধন কর্মী ও পরিচ্ছন্নতা কর্মীসহ এর সঙ্গে যুক্ত সকল কর্মকর্তা-কর্মচারী একটি অঞ্চলে একদিন করে কাজ করবেন।

সোমবার মিরপুর-২ অঞ্চলে (অঞ্চল-২) এ অভিযান শুরু হয়। অভিযানে ডিএনসিসির সকল আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট একসঙ্গে এই অভিযানে অংশগ্রহণ করেন। অভিযানে প্রায় এক হাজার ৪০০ মশক নিধনকর্মী মশার কীটনাশক প্রয়োগ করছেন।

আগামীকাল মিরপুর-১০ অঞ্চলে (অঞ্চল-৪), ১০ মার্চ কারওয়ান বাজার অঞ্চল (অঞ্চল-৫), ১১ মার্চ মহাখালী অঞ্চল (অঞ্চল-৩), ১৩ মার্চ ভাটারা অঞ্চল (অঞ্চল ৯) ও সাতারকুল অঞ্চল (অঞ্চল-১০), ১৪ মার্চ উত্তরা অঞ্চল (অঞ্চল-১), ১৫ মার্চ দক্ষিণখান অঞ্চল (অঞ্চল-৭) ও উত্তর খান অঞ্চল (অঞ্চল-৮) এবং ১৬ মার্চ হরিরামপুর অঞ্চলে (অঞ্চল-৬) এই অভিযান পরিচালিত হবে। প্রতিদিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হবে।