ডিএসসিসির অভিযানে ১৩ মামলায় ৩৩ হাজার টাকা জরিমানা

সরকার ঘোষিত সর্বাত্মক লকডাউনের আওতায় আরোপিত বিধিনিষেধ তদারকিতে শুক্রবারও (১৬ এপ্রিল) অভিযান পরিচালনা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সংস্থাটির একযোগে পরিচালিত ছয়টি ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩টি মামলায় ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।

ডিএসসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএসসিসির অঞ্চল ১, ২ ও ৬ এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের (আনিক) পাশাপাশি করপোরেশনের সম্পত্তি বিভাগের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ভ্রাম্যমাণ আদালতে নেতৃত্ব দেন।

অভিযানে সরকারি বিধিনিষেধ ভেঙে হোটেলে বসিয়ে খাবার পরিবেশন, স্বাস্থ্যবিধি না মানা এবং অনুমোদনহীন দোকান খোলা রাখায় মোট ১৩টি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় মোট ৩৩ হাজার ৭০০ টাকা জরিমানা আদায় করা হয়।