ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ

রাজধানীর যাত্রাবাড়ীর কাজলায় ছেলের ইটের আঘাতে মায়ের মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার (৩০ এপ্রিল) রাতে ঘটনাটি ঘটে।

নিহত মায়ের নাম পারভীন আক্তার (৪৫)। তিনি মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আড়ালিয়া গ্রামের মো. লিটন মিয়ার স্ত্রী। তিনি ৩ ছেলে ও এক মেয়ের জননী ছিলেন।

গুরুতর আহত অবস্থায় পরিবারের সদস্যরা পারভীন আক্তারকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে দশটায় তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, ময়না তদন্তের জন্য মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট যাত্রাবাড়ী থানাকে অবহিত করা হয়েছে।

নিহতের ছোট মেয়ে ঝর্না আক্তার জানিয়েছে, শুক্রবার রাতে সাড়ে তিন বছর বয়সী ছোট ভাই আব্দুল্লাহ ভাত খাওয়ার জন্য কান্নাকাটি করছিলো। মা বিরক্ত হয়ে তাকে চড় মারেন। এ নিয়ে বড় ভাইয়ের সঙ্গে মায়ের তর্কাতর্কি হয়। এক পর্যায় বড় ভাই সজিব মা’কে ইট ছুঁড়ে মারেন। ইটটি গায়ে না লাগায় পরে সেটা তুলে এনে মা’কে কয়েকটি আঘাত করে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় মা’কে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর মৃত বলে জানান।

নিহতের স্বামী মো. লিটন জানান, তার বড় ছেলের মাথায় একটু সমস্যা রয়েছে। মাঝেমধ্যে পাগলামি করতো।