অসহায়দের পাশে ‘মানবতার ডাকঘর’

‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই বার্তা নিয়ে অসহায় মানুষদের জন্য চালু করা হয়েছে ‘মানবতার ডাকঘর’। সেই ডাকঘরের সন্ধান পেতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে একটি মোবাইল ফোন নম্বর ((০১৭১১৩২২৭৭০)। এই নম্বরে ফোন করে অসহায় কোনও মানুষ তাদের সমস্যার কথা জানালেই তার ঘরে পৌঁছে দেওয়া হবে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য অনুষঙ্গ। এমনকি রাতের বেলাও অনেকটা গোপনে মানুষের ঘরে পৌঁছে দেওয়া হচ্ছে প্রয়োজনীয় সামগ্রী। রাজধানী ঢাকার দারুস সালামে এমনই একটি মানবতার ডাকঘর খুলেছেন কাজী ফরিদুল হক হ্যাপী। অহহায়দের সহায়তার উদ্যোগ ‘মানবতার ডাকঘর’

জানা গেছে, রাজধানী বাংলা কলেজ থেকে এমবিএ করা কাজী ফরিদ রাজনীতির সঙ্গেও জড়িত। তিনি বর্তমানে দারুস সালাম থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। করোনার প্রথম ঢেউয়ে অসহায় হয়ে পড়া মানুষের পাশে এসে দাঁড়ানো অনেকের সঙ্গে তিনিও যুক্ত হয়েছিলেন। আছেন এখনও। কিছুটা ব্যতিক্রমী উদ্যোগ নিয়ে এসব অসহায় মানুষের এসে দাঁড়িয়েছেন। অসহায় মানুষদের জন্য চালু করেছেন ‘মানবতার ডাকঘর’। 

জানতে চাইলে কাজী ফরিদুল হক হ্যাপী জানান, ‘মানুষ তো মানুষের জন্য। জীবন জীবনের জন্য। সে বার্তা নিয়েই আমরা সামর্থ্য অনুযায়ী অসহায়-দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। বর্তমান পরিস্থিতিতে সমাজের অনেকেই অসহায় হয়ে পড়েছেন, তারা কেউ মুখ খুলে বলতে পারছেন, আবার কেউ পারছেন না। মূলত যারা বলতে পারছেন না, আমরা চেষ্টা করছি তাদের খুঁজে খুঁজে কিছুটা হলেও সাহায্য করতে।’