২০ মামলায় ৩ লাখ টাকা জরিমানা

করোনাভাইরাস প্রতিরোধে পরিচালিত অভিযানে ২০টি মামলায় তিন লাখ ১২ হাজার টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। সোমবার (১৭ মে) ডিএনসিসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকায় করোনাভাইরাসের বিস্তার রোধে সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ব্যবসা পরিচালনা করা। লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা করা। মেয়াদোত্তীর্ণ খাদ্য সামগ্রী মজুত রাখা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে ২০টি মামলায় ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

এতে আরও বলা হয়, অঞ্চল-১ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ১ হাজার টাকা, অঞ্চল-২ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট এএসএম সফিউল আজম পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ৫১ হাজার টাকা, অঞ্চল-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রিফাত ফেরদৌস পরিচালিত মোবাইল কোর্টে ১টি মামলায় ২০ হাজার টাকা, এক‌ই অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া পরিচালিত মোবাইল কোর্টে ৬টি মামলায় ২ লাখ ১৫ হাজার টাকা, অঞ্চল-৬ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট সাজিয়া আফরিন পরিচালিত মোবাইল কোর্টে ৩টি মামলায় ১৬ হাজার টাকা এবং ৮ নম্বর অঞ্চলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবেদ আলী পরিচালিত মোবাইল কোর্টে ২টি মামলায় ৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। সব মিলিয়ে ২০টি মামলায় ৩ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।