গ্যাস লিকেজ থেকে আগুন নিরাপত্তা কর্মী ও শ্রমিকসহ দগ্ধ ৫

নারায়ণগঞ্জের সোনারগাঁর মদনপুর নয়াবাড়ি এলাকার একটি ডায়িং ফ্যাক্টরিতে গ্যাসের লিকেজ থেকে সৃষ্ট আগুনে দুই নিরাপত্তা কর্মী ও শ্রমিকসহ পাঁচ জন আগুনে দগ্ধ হয়েছেন।

দগ্ধদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত (২২ মে) ৩ টায় এ ঘটনাটি ঘটে।

দগ্ধরা হলেন নিরাপত্তাকর্মীহেভেন চাকমা (২২) ও নাজির উদ্দিন (২৫) এবং মেহেদী হাসান (২৪), বশির আহমেদ (২৫) ও আলম (২৫)।

দগ্ধদের হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রবিন জানান, মিকি ডায়িং ফ্যাক্টরিতে দুই জন নিরাপত্তাকর্মী ও তিন জন শ্রমিক রাতে ফ্যাক্টরিতে ছিলেন। হঠাৎ গ্যাসের লিকেজ থেকে আগুন ছড়িয়ে পড়লে তারা দগ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শনিবার ভোররাতে শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউট ভর্তি করা হয়।

ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক পার্থ শংকর জানান, আলমের শরীরের ১৭ শতাংশ, হেভেন চাকমার ১৫ শতাংশ, নাজির উদ্দিন ২০ শতাংশ, বশির আহমেদের ৪৮ শতাংশ ও মেহেদী হাসানের ৬০ শতাংশ পুড়ে গেছে। তারা চিকিৎসাধীন রয়েছেন।