বংশালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের মৃত্যু

রাজধানীর বংশাল থানাধীন সিক্কাটুলি এলাকার একটি জুতার কারখানায় মো. ইশরাক হোসেন (১৭) নামের এক কিশোর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে। রবিবার (৬ জুন) প্রথম প্রহরে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত আড়াইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের চাচাতো ভাই ইফাত হোসেন জানান, বংশালের সিক্কাটুলির একটি বাসার নিচতলায় ইশরাকদের জুতার কারখানা। বাবা মারা যাওয়ার পরে সে-ই ছিল ওই কারখানার মালিক। গত রাতে কারখানাতেই ছিল ইশরাক। কাজের ফাঁকে মোবাইলে চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয় পড়ে সে। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যালে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরো জানান, নিহত ইশরাকের গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার মানিকদি গ্রামে। চার ভাই দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। বর্তমানে বংশালের সিক্কাটুলির ওই বাসাতেই থাকতো সে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বংশালের সিক্কাটুলি থেকে রাত আড়াইটার দিকে বিদ্যুৎস্পৃষ্ট একজনকে নিয়ে আসা হয়। আনার পরপরই সে মারা যায়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।