ডিএনসিসির ৫ কর্মী চাকরিচ্যুত

বিভিন্ন অপরাধে চলতি বছরের সাড়ে ৫ মাসে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পাঁচ জন দৈনিক মজুরিভিত্তিক কর্মীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুন) ডিএনসিসির জনসংযোগ দফতর থেকে পাঠানোর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ‌্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএনসিসির মেয়র মো. আতিকুল ইসলাম সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে দৃঢ় প্রতিজ্ঞ। তারই ধারাবাহিকতায় বিভিন্ন অপরাধ এবং শৃঙ্খলা ভঙ্গের কারণে পাঁচ কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছে।

মাদকদ্রব্য বহনের অভিযোগে পরিবহন বিভাগের গাড়িচালক মো. হোসেন মিয়া, দায়িত্ব পালনে অবহেলার কারণে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ অঞ্চল-৫ এর ক্লিনার (পরে পরিবহন বিভাগে বদলিকৃত) মো. ফরিদ হোসেন হাওলাদার, জেল হাজতে আটক থাকায় পরিবহন বিভাগের মো. সাগর, বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিতির কারণে সম্পত্তি বিভাগের উচ্ছেদ শ্রমিক আব্দুর রাজ্জাক এবং একই কারণে অঞ্চল-৭ এ নিয়োজিত মশক নিধনকর্মী হাসিবুল হাসানকে চাকরিচ্যুত করা হয়েছে।