মশার ওষুধ বিক্রি: চার কর্মী কর্মচ্যুত

মশক নিয়ন্ত্রণ কাজে ব্যবহৃত অ্যাডাল্ট্রিসাইড সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরের কার্যালয়ে পৌঁছে না দিয়ে তা চুরি করে দোকানে বিক্রি করার দায়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) দৈনিক মজুরিভিত্তিক নিয়োজিত চার মশক কর্মীকে কর্মচ্যুত করা হয়েছে। চুরি করা সেসব কীটনাশক ক্রয় করা দোকান মালিকের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।

কর্মচ্যুত চারজন হলেন-দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫ এর ৫০ নং ওয়ার্ডের দৈনিক মজুরিভিত্তিক মশক কর্মী উজ্জল সিদ্দিকী, সুজন মিয়া মো. হাফিজুল ইসলাম ও জুয়েল মিয়া।

করপেরেশনের সচিব আকরামুজ্জামান স্বাক্ষরিত এক দফতর আদেশে আজ তাদের কর্মচ্যুত করা হয়। আদেশে ‘যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো’ বলে উল্লেখ করা হয়েছে।