এবারও অন্য রকম কোরবানির ঈদ (ফটোস্টোরি) 

করোনার ভয়াল থাবায় গত বছরের মত এবারও সারাদেশে ঈদুল আজহা কঠোর স্বাস্থ্যবিধি মেনে পালিত হচ্ছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমসহ রাজধানীতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে একের পর এক ঈদের জামাত অনুষ্ঠিত হচ্ছে। মসজিদের প্রবেশ মুখে মুসল্লিদের নিরাপত্তা ও নিরাপদ দূরত্ব নিশ্চিতে দায়িত্বে নিয়োজিত আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। নামাজ শেষে মুসল্লিরা দুই হাত তোলে আল্লাহর দরবারে করোনা থেকে মুক্তির দোয়া করেন। এ ছাড়া মসজিদের বাইরে ছোটদের খেলনা সামগ্রীর ভ্রাম্যমাণ দোকান বসিয়েছেন দোকানিরা। এদিকে নামাজ শেষ হবার সঙ্গে সঙ্গেই নগরজুড়ে শুরু হয়েছে পশু কোরবানি করা। স্বাস্থ্যবিধি মেনে ও বর্জ্য অপসারণ নিজ দায়িত্বে নিশ্চিত করতে দুই সিটি থেকে এরইমধ্যে বার্তা দেওয়া হয়েছে। সব মিলিয়ে করোনা মহামারিকালে দ্বিতীয়বার অন্য রকম ঈদ দেখলো দেশ।

সাজ্জাদ হোসেন ও শাহেদ শফিকের তোলা ছবিতে বিস্তারিত...