১৫৭৩৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ডিএনসিসি

ঈদুল আজহার প্রথম দুই দিনে ১৫ হাজার ৭৩৩ মেট্রিক টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। এতে ১১ হাজার ৫শ’ ৮ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেছে।

শুক্রবার (২৩ জুলাই) সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের ৫৪টি ওয়ার্ডে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আওতায় এবার কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে। এতে কাজ করেছে ১১ হাজার ৫শ’ ৮ জন কর্মী। 

এতে আরও বলা হয়, স্থানীয় কাউন্সিলরসহ সকলের সম্মিলিত প্রচেষ্টায় আজ সকাল ১০টা পর্যন্ত ডিএনসিসির সমগ্র এলাকা থেকে ১৫ হাজার ৭শ’ ৩৩ মেট্রিক টন কোরবানির পশুর বর্জ্য অপসারণ করা হয়েছে।