ডেঙ্গুবিরোধী অভিযানে দেড় লাখ টাকা জরিমানা

রাজধানীর ধানমন্ডি এলাকায় ডেঙ্গুবিরোধী অভিযানে দেড় লাখ টাকা জরিমানা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।

রবিবার (২৫ জুলাই) সংস্থাটির অঞ্চল-১ এর নির্বাহী কর্মকর্তা (উপসচিব) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেরিনা নাজনীন এই জরিমানা করেন।

ম্যাজিস্ট্রেট মেরিনা নাজনীন জানান, ধানমন্ডি এলাকায় ডেঙ্গুবিরোধী অভিযানে সাউথ ব্রিজ ডেভেলপার্স কোম্পানি লিমিটেডকে এক লাখ টাকা ও অপর তিনটি বাড়ি মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি বলেন, ‘যেসব স্থানে ডেঙ্গুর লার্ভা পাওয়া যাচ্ছে, সেসব স্থানে ডেঙ্গুবিরোধী অভিযান চালানো হচ্ছে। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।’