জয়যাত্রা টেলিভিশন ঘিরে ছিল হেলেনা জাহাঙ্গীরের চাঁদাবাজি

আইপি টিভি জয়যাত্রা টেলিভিশনকে কেন্দ্র করে সাংবাদিক নিয়োগসহ বিভিন্ন সময় প্রভাব খাটিয়ে চাঁদাবাজি করে আসছিল প্রতিষ্ঠানটির চেয়ারম্যান পরিচয় দেওয়া ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীর। একেকজনের কাছ থেকে আদায় করতেন একেক ধরনের অর্থ। কারও কাছ থেকে ২০ হাজার, কারও থেকে ৩০ হাজার, আবার কারও কাছ থেকে লাখ টাকা চাঁদা আদায় করেছেন প্রতারক হেলেনা জাহাঙ্গীর।

শুক্রবার (৩০ জুলাই) উত্তরা র‌্যাব সদর দফতরে আয়োজিত সংবাদ সম্মেলনে পরিচালক খন্দকার আল মঈন এসব তথ্য জানান। 

তিনি বলেন, জয়যাত্রা টেলিভিশনকে ঢাল হিসেবে ব্যবহার করে আসছিলেন হেলেনা জাহাঙ্গীর। সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের অপপ্রচার চালিয়ে আসছিলেন তিনি। এই চাঁদাবাজি কিংবা অপতৎপরতার সঙ্গে কারও সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদেরও আইনের আওতায় নিয়ে আসা হবে।

যারা জয়যাত্রা টেলিভিশন ও জয়যাত্রা ফাউন্ডেশনের মাধ্যমে প্রতারণার শিকার হয়েছেন, তাদের আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আসার পরামর্শ দেন কমান্ডার আল মঈন।