দুর্নীতির অভিযোগে ডিএসসিসির পরিচ্ছন্নতা কর্মীদের নেতা বরখাস্ত

বাসা বরাদ্দে অনিয়মসহ শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনিক মজুরিভিত্তিক পরিচ্ছন্নতাকর্মী মো. আব্দুল লতিফকে কর্মচ্যুত করা হয়েছে।

লতিফ স্ক্যাভেঞ্জার্স অ্যান্ড ওয়ার্কার্স ইউনিয়নের সাধারণ সম্পাদক। এ ছাড়া নথি গায়েব করায় মো. সোহেল রানা নামে আরেকজন কর্মীকেও কর্মচ্যুত করা হয়েছে। সোহেল রানা বর্তমানে পরিবহন বিভাগের এসএলএসএস পদে দায়িত্বরত রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ আগস্ট) ডিএসসিসির সচিব আকরামুজ্জামানের সই পৃথক দুটি দফতর আদেশে তাদেরকে কর্মচ্যুত করা হয়।

আদেশে লতিফের বিষয়ে বলা হয়েছে, তিনি ঠিকা বিক্রি ও বাসা বরাদ্দ দেওয়ার নামে জন্য পরিচ্ছন্নতাকর্মীদের কাছ থেকে অর্থ গ্রহণ করেছেন। প্রত্যেক পরিচ্ছন্নতাকর্মীর কাছ থেকে প্রতি মাসে ২০০ টাকা করে চাঁদা গ্রহণ করেছেন। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন থেকে বিনামূল্যে সরবরাহ করা হ্যান্ডট্রলি বা হাতগাড়ি পরিচ্ছন্নতাকর্মীদের কাছে সরবরাহ করেও অর্থ গ্রহণ করেছেন। তিনি কাজ না করেও মজুরি বাবদ  নিয়মিত অর্থ ভাগাভাগি করে নিয়েছেন। উপস্থিত পরিচ্ছন্নতাকর্মীদের বক্তব্যে বিষয়টি প্রমাণিত হয়েছে।

এছাড়াও তিনি ক্ষমতার অপব্যবহার করে স্কুল পড়ুয়া নিজের ছেলে  নাজমুল হাসান সিয়াম, নিজ স্ত্রী বিউটি, নিজ শ্যালিকা কুলসুম আক্তারকে পরিচ্ছন্নতাকর্মী হিসেবে নিয়োগ দিতে বাধ্য করেছেন, যারা মাঠ পর্যায়ে কোনও কাজ না করে মজুরি গ্রহণ করে থাকেন। ক্ষমতার অপব্যবহার করে তিনি দোকান, ফ্ল্যাটসহ অবৈধ সম্পদের মালিক হয়েছেন। তার এই কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন বিভিন্ন সময়ে এ বিষয়ে তথ্য সংগ্রহ করেছে।

অপরদিকে পৃথক আরেকটি আদেশে বলা হয়, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের দৈনিক মজুরি ভিত্তিক (কাজ করলে মজুরি, না করলে নেই শর্তে) পরিচ্ছন্নতাকর্মী মো. সোহেল রানা (বর্তমানে পরিবহন বিভাগে এম.এল.এস.এস পদে দায়িত্বরত) কে পরিবহন শাখার গুরুত্বপূর্ণ নথির পাতা গায়েব করার জন্য বৃহস্পতিবার (১৯ আগস্ট) থেকে জনস্বার্থে কর্মচ্যুত করা হলো।