ঢাবি শিক্ষার্থীদের নিয়ে ‘পাঠশালা’র কর্মশালা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে দুই সপ্তাহব্যাপী ‘টেলিভিশন নাট্য নির্মাণ কৌশল’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালার আযোজন করেছে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউট।

সোমবার (৬ সেপ্টেম্বর) রাজধানীর পান্থপথে পাঠশালার ‘দৃকপাঠ ভবনে’  ঢাবির ২০২০ সালের স্নাতক চতুর্থ বর্ষ অষ্টম সেমিস্টারের শিক্ষার্থীদের অংশগ্রহণে  দুই সপ্তাহব্যাপী এই কর্মশালার উদ্বোধন করা হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ এবং বাংলাদেশ টেলিভিশনের সাবেক মহাপরিচালক খ ম হারুন, ফটোগ্রাফি বিভাগের প্রধান খন্দকার তানভীর মুরাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান (চেয়ারম্যান) মো. আশিকুর রহমান লিওন, বিভাগের সহযোগী ও কোর্স শিক্ষক সহযোগী অধ্যাপক রহমত আলী।

কর্মশালার বিষয়ে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইনস্টিটিউটের অধ্যক্ষ খ ম হারুন বলেন, ‘এই প্রশিক্ষণ কর্মশালায় পাঁচ জন সুদক্ষ শিক্ষক পাঠদান করবেন, যার ফলে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের টেলিভিশন নাট্য নির্মাণের বিভিন্ন ধাপ, নাট্য নির্মাণ পরিকল্পনা, স্ক্রিপ্ট রাইটিং, চিত্রনাট্য এবং পোস্ট প্রোডাকশন ইত্যাদি বিষয়ে বিস্তারিত শেখার সুযোগ সৃষ্টি করবে।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান আশিকুর রহমান লিওন বলেন, ‘ এই কর্মশালা করোনা মহামারিতে স্থবির হয়ে যাওয়া শিক্ষা জীবনে গতি ফিরিয়ে আনবে। আমাদের  শিক্ষার্থীদের এই ব্যবহারিক বিষয়টি পাঠদানের মাধ্যমে ভবিষ্যৎ পেশাগত জীবনের জন্য একটি স্বার্থক প্রেক্ষাপট রচনার জন্যই ‘পাঠশালা’র সমন্বয়ে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।’