স্কুল গেটে অভিভাবকদের ভিড়

‘স্বাস্থ্যঝুঁকির চেয়ে সন্তানের নিরাপত্তা নিয়ে শঙ্কা বেশি’

শিক্ষা প্রতিষ্ঠান খোলায় শিক্ষার্থীদের  উৎসাহের যেমন  অন্ত নেই তেমনি অভিভাবকদের উৎকণ্ঠারও শেষ নেই। সন্তানদের নিরাপত্তার কথা ভেবে স্কুল-কলেজগুলোর গেটে ভিড় করছেন অভিভাবকরা। স্বাস্থ্যঝুঁকির চেয়ে সন্তানদের নিরাপত্তার বিষয়টিই বড় করে দেখছেন তারা।

পুরান ঢাকার প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানের সামনেই অভিভাবকদের ভিড় দেখা গেছে। মাস্ক পরায় শিক্ষার্থীদের সচেতন থাকতে দেখা গেলেও বেশিরভাগ অভিভাবকের মধ্যে মাস্ক পরা ও স্বাস্থ্য সচেতনতার বিষয়ে অনীহা দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, পুরান ঢাকার শিক্ষা প্রতিষ্ঠানের ভেতরে ও গেটের বাইরে শিক্ষার্থীদের জন্য করোনা বুথ, হ্যান্ড স্যানিটাইজার ও মাস্কের ব্যবস্থা করা হয়েছে। এরমধ্যে সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা সেন্ট্রাল গার্লস হাই স্কুল, ঢাকা মহানগর মহিলা কলেজ, সোহরাওয়ার্দী কলেজ, ঢাকা গভ. মুসলিম হাই স্কুল ও কবি নজরুল সরকারি কলেজে এ ব্যবস্থা দেখা গেছে। আবার এসব শিক্ষা প্রতিষ্ঠানের সামনে উৎসুক অভিভাবকদের ভিড়ও রয়েছে।

সেন্ট গ্রেগরিজ হাই স্কুল অ্যান্ড কলেজের সামনে অবস্থানরত আমেনা বেগম নামে একজন অভিভাবক বলেন, আমার ছেলে অর্ণব এখানে অষ্টম শ্রেণীতে পড়াশুনা করে। দীর্ঘদিন পর করোনা সংক্রমণের মধ্যে যেহেতু স্কুল খোলা হয়েছে তাই সাথে করে নিয়ে এসেছি।

মাইমুনা আক্তার নামে আরেকজন অভিভাবক বলেন, আসলে এখানে সবাই সন্তানের নিরাপত্তার স্বার্থেই ভিড় করেছেন। আমার মেয়ে বেশ বড় হয়েছে। ওকে একা আসতে দিতে পারি না। তাছাড়া অভিভাবকদের জন্য যদি স্কুল কর্তৃপক্ষ বসার আলাদা ব্যবস্থা করে দেয় এভাবে আমাদের জটলা করে দাঁড়িয়ে থাকা লাগতো না।

ঢাকা মহানগর মহিলা কলেজের সামনে দাঁড়িয়ে থাকা আরেকজন অভিভাবক বলেন, আমার মেয়ে শারমিন এবার এইচএসসি পরীক্ষার্থী। স্কুলে যাতায়াতের পথে কিছু ছেলে তাকে ডিসটার্ব করে। আমি সাথে আসলে মেয়েটার মনে সাহস থাকে। করোনার ভয় থাকলেও মেয়ের কথা চিন্তা করে এখানে রোদের মধ্যে অপেক্ষা করছি। এখানে স্বাস্থ্যঝুঁকির চেয়ে আমার মেয়ের নিরাপত্তা বেশি জরুরি।