বিমানবন্দরে র‍্যাপিড টেস্টের দাবিতে মন্ত্রণালয়ের নিচে প্রবাসীদের অবস্থান

দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে র‍্যাপিড আরটি-পিসিআর ল্যাব স্থাপন করে করোনা টেস্টের দাবিতে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করেছে আরব আমিরাত প্রবাসীরা।

মঙ্গলবার (১৪ জুন) দুপুরে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের নিচে অবস্থান নিয়ে তারা এই কর্মসূচি শুরু করে।

প্রবাসীরা বলছেন, যখন বিশ্বের করোনা পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করলো, দেশ-বিদেশের লকডাউন শিথিল হতে লাগলো এবং আন্তর্জাতিক বিমান চলাচল স্বাভাবিক হলো, তারপরও আমরা কর্মস্থলে যেতে পারছি না, আমাদের এয়ারপোর্টে আরটি-পিসিআর ল্যাব না থাকার কারণে। অথচ আমিরাত সরকারের নির্দেশনা মেনে বাকি পাঁচটি দেশ তাদের রেমিট্যান্সযোদ্ধাদের জন্য নিজ নিজ দেশের এয়ারপোর্টগুলোতে ল্যাব স্থাপন করে তাদের কর্মস্থলে যাওয়ার সুযোগ করে দিয়েছে আরও কয়েক সপ্তাহ আগেই। অথচ আমরা এমনই হতভাগা জাতি, আমাদের কর্মস্থলে যাওয়ার জন্য দীর্ঘ এক মাসের বেশী সময়কাল ধরে আন্দোলন করে, রাজপথে সভা-সমাবেশ ও মানববন্ধন করে ল্যাব স্থাপনের দাবি বাস্তবায়ন করতে হচ্ছে।

আন্দোলনকারীরা বলছেন, গত ৬ সেপ্টেম্বর  আন্দোলনের ফলে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছেন ৩/৪ দিনের মধ্য ল্যাব স্থাপনের জন্য। প্রধানমন্ত্রীর সেই ঘোষণার আজ ৯ দিন পার হওয়া সত্ত্বেও দৃশ্যমান কোনও অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না। এমতাবস্থায় দেশ বাঁচাতে, লাখ লাখ রেমিট্যান্সযোদ্ধার পরিবারের সদস্যদের বাঁচাতে এবং রেমিট্যান্স খাতকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা জরুরি। সংশ্লিষ্ট নীতিনির্ধারণী কর্মকর্তাদের অনুরোধ করবো,  অনতিবিলম্বে ল্যাব স্থাপন করে আমাদের নিজ কর্মস্থলে যাওয়া নিশ্চিত করুন।

এসময় প্রবাসীরা জানান, প্রধানমন্ত্রীর ঘোষণা অতি দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমারা অনশন চালিয়ে যাবো। আমরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাছে থেকে একটা ডেড লাইন চাই, কবে নাগাদ আমরা আমাদের স্বপ্নের ল্যাব সুবিধা পাবো এবং নিজ কর্মস্থলে যেতে পারবো।