‘রাষ্ট্রীয় সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকতে যুদ্ধ করিনি’

দেশের সাম্প্রদায়িক সমস্যা সমাধানে মানুষকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্ত বলেন, ‘রাষ্ট্রীয় সংখ্যালঘু হিসেবে বেঁচে থাকার জন্য আমরা মুক্তিযুদ্ধ করিনি। আমাদের এই প্রচেষ্টা রাষ্ট্রীয় সংখ্যালঘু থেকে বের হয়ে আসার।’

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

রানা দাশগুপ্ত বলেন, ‘এ দেশ আমাদের। এ দেশ প্রজন্মের পর প্রজন্ম থাকবে। বর্তমান যে সাম্প্রদায়িক সমস্যা সৃষ্টি হয়েছে এটি কেবল একটি সম্প্রদায়ের সমস্যা নয়, এটি একটি জাতীয় সমস্যা। হিন্দুরা নিজেদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সঙ্গে অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের অস্তিত্ব রক্ষার জন্য লড়াই করবে। তবে এই লড়াইয়ে উগ্রবাদী হিন্দুত্ববাদকে সমর্থন করি না।’

আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে নাসির উদ্দীন ইউসুফ বাচ্চু বলেন, ‘বাংলাদেশে মুক্তিযুদ্ধ হয়েছিল সাম্প্রদায়িক মুক্তি জন্য। আমরা দেখেছি হিন্দু-মুসলিম একসঙ্গে যুদ্ধ করতে। আমরা চলাফেরায় ভাবি না কে কোন ধর্মের। অথচ আজ সমাজটা ভাগ হয়ে গিয়েছে। ধর্মভিত্তিক যে রাষ্ট্র তৈরি হয়েছিল—পাকিস্তান; সেই সম্প্রদায়িকতার বিরুদ্ধে আমরা যুদ্ধ করেছি।’ 

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন সাম্প্রতিক সময়ে আটককৃত ঝুমন দাসের মাসহ সম্প্রদায়িক বৈষম্যের শিকার অনেকেই।