ডিএনসিসি ও ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে প্রেস কনফারেন্স মুক্তিযোদ্ধা পরিবারের

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ও ভূমি মন্ত্রণালয়ের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে শহীদ বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের পরিবার। জমি দখলের অভিযোগের পাশাপাশি ক্ষতিপূরণ আদায় ও জানমাল রক্ষার্থে ৬ দফা দাবি জানায় পরিবারটি।

সোমবার (২০ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে সংবাদ সম্মেলনে এ দাবি তুলে ধরেন ভুক্তভোগী পরিবারের সদস্য নুরতাজ আরা ঐশী। এ সময় পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেম্মলনে বলা হয়, ডিএনসিসির মেয়র ও কর্মকর্তারা ক্ষমতার অপব্যবহার করে কলমিলতা বাজারের সম্পদ দখল করে রেখেছেন। এছাড়া নির্মাণাধীন ভাসানটেক প্রকল্প অবৈধভাবে বন্ধ করে ভাঙচুর করেছেন মেয়র আতিক ও ভূমি মন্ত্রণালয়ের লোকজন। এতে পাঁচ কোটি টাকার সম্পদ ধ্বংস হয়েছে।

নুরতাজ আরা ঐশী বলেন, ‌‌‘কলমিলতা বাজারের মালিক ডিএনসিসি নয়। বেআইনিভাবে দখল করায় হাইকোর্ট ওই সম্পত্তির ক্ষতিপূরণ দিতে ডিএনসিসিকে নির্দেশ দিয়েছেন। ক্ষতিপূরণ দুই মাসের মধ্যে পরিশোধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও তা মানছেন না মেয়র আতিক।’

সংবাদ সম্মেলনে কলমিলতা বাজারের ক্ষতিপূরণ দিতে সংশ্লিষ্টদের যথাযথ নির্দেশ; ভাসানটেক প্রকল্প ব্যর্থ করার দায়ে সংশ্লিষ্টদের শাস্তি নিশ্চিতে বিচারপতির নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠনসহ শহীদ পরিবারের সদস্যদের জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানানো হয়।