প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে ডিএসসিসির তত্ত্বাবধানে বিশেষ টিকা কার্যক্রম

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) থেকে পরিচালিত  বিশেষ টিকা কার্যক্রমে সাড়ে ৫২ হাজার ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি।

সোমবার (২৭ সেপ্টেম্বর) ডিএসসিসি’র জনসংযোগ দফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আগামী ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া বিশেষ টিকা কার্যক্রমের অংশ হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে গণটিকা প্রদান করা হবে। প্রতিটি কেন্দ্রে ৩৫০ জনকে টিকা প্রদান করা হবে। এরপর আগামী ২৮ অক্টোবর টিকার দ্বিতীয় ডোজ প্রদান করা হবে। সবমিলিয়ে এই কার্যক্রমে দক্ষিণ সিটি করপোরেশন ৫২ হাজার ৫০০ ডোজ টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।