রাজধানীর তেজগাঁওয়ে বিস্ফোরণে দগ্ধ একজনের মৃত্যু

রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরি বাজার এলাকায় ছয়তলা একটি ভবনের তিনতলায় বিস্ফোরণের ঘটনায় দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন জিতু নামে একজনের মৃত্যু হয়েছে। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট আবাসিক সার্জন এসএম আইয়ুব হোসেন শনিবার (২ অক্টোবর) দুপুরে মৃত্যুর খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, আজ শনিবার ভোরের দিকে চিকিৎসাধীন অবস্থায় জিতু নামে একজনের মৃত্যু হয়েছে। তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। জিতুর শরীরের ৬৫ ভাগ পুড়ে গিয়েছিল। শ্বাসনালী পুড়ে যাওয়ায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে বিস্ফোরণের ঘটনায় আরও একজন ইয়াসিন তালুকদার শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার শরীরের প্রায় ৫০ ভাগ পুড়ে গেছে, তারও শ্বাসনালী পুড়ে গেছে।

শুক্রবার (১ অক্টোবর) রাতে রাজধানীর তেজগাঁওয়ের পূর্ব তেজতুরী বাজার এলাকায় ছয় তলা একটি ভবনের তিনতলায় বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে তিন তলার সেই রুমে থাকা দু’জন দগ্ধ হয়। পরবর্তীতে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল হাসপাতালে নিয়ে গেলে তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউট স্থানান্তর করা হয়।

জানা গেছে, ফ্ল্যাটটি ভাড়া নিয়ে কয়েকজন শিক্ষার্থী থাকতেন। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পাশের রুমের অন্য দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

পরিদর্শন শেষে কাউন্টার টেরোরিজম অ্যন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের উপ-পুলিশ কমিশনার আব্দুল মান্নান বলেন, বিস্ফোরণের ঘটনায় কোনও বিস্ফোরক দ্রব্যের উপস্থিতি পাওয়া যায়নি।