পথচলায় সততা এবং নিষ্ঠা সবচেয়ে বড় উপাদান: তাপস

জীবনের পথচলায় সততা এবং নিষ্ঠা সবচেয়ে বড় উপাদান বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরশেনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
 
বৃহস্পতিবার (৭ অক্টোবর) বিকেলে দক্ষিণ সিটি করপোরেশনের নব নিয়োগপ্রাপ্ত ১৪ ও ১৬তম গ্রেডের ৪৭ জন কর্মচারীর প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
 
ঢাকাবাসীর আশা-আকাঙ্ক্ষা পূরণে সদা প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করে মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, সততা-নিষ্ঠার সঙ্গে কাজ করলে কর্মজীবনে চড়াই-উৎরাই থাকলেও শেষমেশ সফলতা আসবে। সবচেয়ে বড় শক্তি হলো– সততা, নিষ্ঠা এবং নিজের কাজটি জানা। আপনি যদি নিজের কাজটি শিখে নেন, জেনে নেন। বঙ্গবন্ধু যেভাবে বলেছেন- ‘আমাদের দাবায়ে রাখতে পারবে না’। আপনাদেরকেও আর কেউ দাবায়ে রাখতে পারবে না।
 
সভাপতির বক্তব্যে লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসাইন বলেন, আপনারা অনেক ভাগ্যবান। কারণ, আপনারা চাকরিতে যোগদানের আগেই প্রশিক্ষণ পেয়েছেন। বাংলাদেশের কোনও সংস্থায় নবনিয়োগপ্রাপ্ত কোনও কর্মচারীদের আনুষ্ঠানিকভাবে কর্মে যোগদানের আগে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে-এমন নজির নেই।