কলাবাগান ক্রীড়াচক্র মাঠে পূজা উদযাপনে অনুমতি না পাওয়ায় প্রতিবাদ 

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিরুদ্ধে রাজধানীর ধানমন্ডিতে দুর্গাপূজা উদযাপনের অনুমিত না দেওয়ার অভিযোগ করেছে ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটি। শুক্রবার (৮ অক্টোবর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করে সংগঠনটি।

সংবাদ সম্মেলন লিখিত বক্তব্যে সংগঠনটির সাধারণ সম্পাদক সমেন সাহা বলেন, ‘আমরা হিন্দু ধর্মাবলম্বীরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, মোহাম্মদপুর, নিউমার্কেট ও আশপাশের এলাকার প্রায় ৬০ হাজার হিন্দু ধর্মাবলম্বীর জন্য কোনও মন্দির নেই। এ জন্য কলাবাগান ক্রীড়াচক্র মাঠেই গত ১৪ বছর শারদীয় দুর্গাপূজা উদযাপন করে আসছি। অন্যান্যবারের মতো গত ২৬ আগস্ট পূজা উদযাপনের জন্য আমরা সিটি করপোরেশনের মেয়র বরাবর লিখিত আবেদন করি। কিন্তু, আবেদনের একমাস পার হলেও এখন কোনও সাড়া পাইনি। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অনুমতিপত্র থাকার পর সিটি করপোরেশনের অসহযোগিতায় আমরা পূজা উদযাপন করতে পারছি না।’

এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে যদি ওই স্থানে পূজার অনুমতি না দেওয়া হয়, তাহলে ঢাকাসহ সারাদেশে শান্তিপূর্ণ বিক্ষোভ, আন্দোলন, সব পূজা মন্দিরে কালো পতাকা প্রদর্শন এবং গণঅনশন কর্মসূচি পালন করা হবে।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ধানমন্ডি সার্বজনীন পূজা উদযাপন কমিটির সভাপতি প্রকৌশলী শৈলেন্দ্র নাথ সাহা, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ড. নিম চন্দ্র ভৌমিকসহ অনেকে।