ডিএসসিসি’র ৭৫ ওয়ার্ডে টিকা নিলেন ২৬ হাজার মানুষ

গণটিকার আওতায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন-ডিএসসিসি’র ৭৫টি ওয়ার্ড থেকে একদিনে করোনা টিকার প্রথম ডোজ গ্রহণ করেছেন ২৬ হাজার ১৬৬ জন।

মঙ্গলবার (২৩ নভেম্বর) ডিএসসিসি’র ১০টি অঞ্চলের কেন্দ্র থেকে এই টিকা গ্রহণ করেন তারা। ডিএসসিসি’র স্বাস্থ্য বিভাগ এ তথ্য জানিয়েছে।

ডিএসসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডা. ফজলে শামসুল কবির জানান, মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া টিকা প্রদান কার্যক্রম বিকাল পর্যন্ত চলে। এতে অঞ্চল-১ এ ৮৯০ জন পুরুষ ও ৪৪৯ জন নারী, অঞ্চল-২ এ দুই হাজার ১৮০ জন পুরুষ ও দুই হাজার ২৬০ জন নারী, অঞ্চল-৩ এ এক হাজার ৮৬০ জন পুরুষ ও এক হাজার ৮৯৬ জন নারী, অঞ্চল-৪ এ এক হাজার ৩৬৮ জন পুরুষ ও এক হাজার ১১৯ জন নারী, অঞ্চল-৫ এ দুই হাজার ৮২৩ জন পুরুষ ও তিন হাজার ২৫১ জন নারী,অঞ্চল-৬ এ ৬৮০ জন পুরুষ ও ৮২০ জন নারী, অঞ্চল-৭ এ ৫৮৫ জন পুরুষ ও ৮০৫ জন নারী, অঞ্চল-৮ এ ৯৩১ জন পুরুষ ও এক হাজার ১৯ জন নারী,  অঞ্চল-৯ এ ৭৪৭ জন পুরুষ ও ৯৩৩ জন নারী,এবং অঞ্চল-১০ এ ৭২১ জন পুরুষ ও ৮২৯ জন নারীসহ মোট ২৬ হাজার ১৬৬ জন নারী ও পুরুষ টিকা গ্রহণ করেছেন।

তিনি আরও জানান, মঙ্গলবার ডিএসসিসির ৭৫টি ওয়ার্ডের ৭৫টি কেন্দ্রে টিকাদান কর্মসূচি চলে। প্রতিটি কেন্দ্রের লক্ষ্যমাত্রা ছিল ৫০০ জন। আগামী ২৪ ও ২৫ নভেম্বরও এই টিকাদান কার্যক্রম চলমান থাকবে।