ডিএসসিসির গাড়ির ধাক্কায় শিক্ষার্থীর মৃত্যু, চালক আটক

রাজধানীর গুলিস্তানে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় অভিযুক্ত দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ময়লা বহনকারী সেই গাড়ির চালক রাসেলকে (২৬) আটক করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর)  দুপুরে তাকে আটক করা হয়। পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সকালে গুলিস্তানে ওই গাড়ির ধাক্কায় শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যু হয়।

ঘটনার প্রতিবাদে নাঈমের সহপাঠীসহ নটর ডেম কলেজের শিক্ষার্থীরা কলেজের সামনে সড়ক অবরোধ করে। পরে হত্যার বিচার চেয়ে বিক্ষোভ মিছিল নিয়ে তারা মতিঝিল-গুলিস্তান এলাকার সড়কে অবস্থান করে। পরে শিক্ষার্থীরা গুলিস্তানের রাজউক চত্বরে সড়ক অবরোধ করে। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, বিক্ষোভকারী শিক্ষার্থীরা সিটি করপোরেশনের সামনে অবস্থান করছে। এসময় ওই এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়।

আরও পড়ুন: ডিএসসিসি'র ময়লার গাড়ির ধাক্কায় নটর ডেম শিক্ষার্থীর মৃত্যুনাঈম হত্যার বিচার চেয়ে সড়কে নটর ডেম কলেজের শিক্ষার্থীদের বিক্ষোভ