নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ

নিরাপদ সড়কের দাবিতে রাজধানীর কাকরাইল ও শান্তিনগর মোড় অবরোধ করেছে হাবীবুল্লাহ্‌ বাহার কলেজ, উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ও ভিকারুন নিসা নুন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা।

রবিবার (২৮ নভেম্বর) বেলা দেড়টা থেকে তারা সড়কে অবস্থান করে যান চলাচল বন্ধ করে দেয়। এসময় তারা নিরাপদ সড়কের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে।

রিতা নাহার নামে এক শিক্ষার্থী বলেন, ক্লিনারের হাতে কীভাবে গাড়ির চাবি তুলে দেওয়া হয়। অথচ সেই ক্লিনারের অভিভাবক নাকি নিরাপদ সড়ক গড়বেন—এ জন্য তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমরা আশ্চর্য হয়েছি, মেয়ররা কোনও ব্যবস্থা নিচ্ছেন না।

রাজিব মাহমুদ নামে অপর এক শিক্ষার্থী বলেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে আমরা রাস্তা ছাড়বো না। আন্দোলন চালিয়ে যাবো। আমরা আগেও আন্দোলন করেছি। কিন্তু কোনও ফল পাইনি। সড়কে একের পর এক হত্যাকাণ্ড ঘটেই যাচ্ছে।261855795_3133387183611594_4327974854501604158_n261441741_273972311354889_232553835997375310_n262025915_1595420104142486_4582284834596848536_n