শুক্রবারও রামপুরা ব্রিজে জড়ো হবেন শিক্ষার্থীরা

নিরাপদ সড়কের দাবিতে আজ বৃহস্পতিবার (২ ডিসেম্বর) রাজধানীর রামপুরা ব্রিজ এলাকায় অবস্থান নেন শিক্ষার্থীরা। দুপুর দেড়টার পর শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিলে পুলিশের সঙ্গে তাদের বাকবিতণ্ডা হয়। এ সময় শিক্ষার্থীরা আগামীকালও ওই এলাকায় অবস্থান নেবেন বলে ঘোষণা দেন।  

বৃহস্পতিবার দুপুর দেড়টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত রামপুরা ব্রিজের পশ্চিম পাশে সড়কের ফুটপাতে তারা অবস্থান নিলে সেখানে যানজটের ‍সৃষ্টি হয়। এ সময় তারা নিরাপদ সড়ক চেয়ে স্লোগান দেন। সমাবেশ শেষ করে আগে তারা সড়কে নিহতদের স্মরণে দুই মিনিট নীরবতা পালন করেন।

আন্দোলনরত শিক্ষার্থী সোহাগী বলেন, ‘জেলখানা বড় করেন, আমরা আসছি। পুলিশ আমাদের আজ আটকিয়েছে। এক মাঘে তো শীত যায় না। ছাত্ররা যখন দ্বিগুণ শক্তি নিয়ে মাঠে নামবে, তখন কীভাবে আটকাবেন? ছাত্র-ছাত্রীদের সঙ্গে যখন জনগণ রাস্তায় নামবে তখন আসলে তাদের কিছু করার থাকবে না।’

শিক্ষার্থীরা অভিযোগ করছেন, তারা দুপুর ১২টার দিকে রামপুরা ব্রিজে এসে দাঁড়াতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। তাদের লাঞ্ছনা করা হয়। এছাড়া পুলিশ তাদের ফোন নম্বর, বাসার ঠিকানা নিয়েছে বলেও অভিযোগ করেন তারা।

রাজধানীর খিলগাঁও জোনের এডিসি নুরুল আমীন সাংবাদিকদের বলেন, ‘ছাত্র-ছাত্রীরা যাতে তাদের দাবি জানাতে পারে সে ব্যবস্থা আমরা আগেই করে দিয়েছি। ছাত্রদের আন্দোলনে কিছু কুচক্রী ঢুকে পড়েছে। তারা আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে। গতকাল থেকেই আমরা এটা খুব সূক্ষ্মভাবে ফলো করছি। কারা কারা এই কাজ করছে এমন কিছু মানুষকে আমরা শনাক্ত করেছি। কুচক্রীরা ছাত্রদের আন্দোলনে যাতে ঢুকে পড়তে না পারে, আন্দোলনকে ভিন্ন দিকে প্রবাহিত না করতে পারে, সে ব্যাপারে আমরা সজাগ দৃষ্টি রাখছি। আমরা তাদের আন্দোলনকে শ্রদ্ধা করি।’