ময়লার স্তূপ থেকে ভ্রুণ উদ্ধার

ঢাকা মেডিক্যাল কলেজের সামনে ময়লার স্তূপ থেকে মানব ভ্রুণ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ ডিসেম্বর) সকালে ৯৯৯ এর মাধ্যমে পাওয়া তথ্যের ভিত্তিতে ভ্রুণটি উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রয়েল জিয়া।

তিনি বলেন, সকাল ৯টায় ৯৯৯ এর কলের মাধ্যমে খবর পেয়ে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের প্রবেশ গেটের সামনে মসজিদের পাশে ময়লার স্তূপে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় কন্যা নবজাতকের (কন্যা) ভ্রুণটি উদ্ধার করে ঢামেক মর্গে পাঠানো হয়েছে।

ধারনা করা হচ্ছে—নবজাতকটি ৭/৮ দিন বয়সে ভূমিষ্ঠ হয়েছিল। তার বাবা-মার পরিচয় জানা যায়নি।