রাজধানীর সিয়েলো রুফটপ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা

লেবেলবিহীন খাদ্যপণ্য মজুদসহ কয়েকটি অপরাধে রাজধানীর কাজী নজরুল ইসলাম এভিনিউর সিয়েলো রুফটপ রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ ডিসেম্বর) বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে সালিক রুমাইয়া এ জরিমানা করেন।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ জানায়, প্রতিষ্ঠানটির বেশ কিছু পণ্যে আমদানিকারকের প্রমাণক, প্রিমিসেস লাইসেন্স, কর্মচারীদের স্বাস্থ্য সনদ, ফায়ার লাইসেন্স ছিল না। অভিযানকালে প্রতিষ্ঠানটির ফ্রিজে লেবেলবিহীন প্রচুর খাদ্যপণ্য মজুদ থাকতে দেখা যায়। এ সকল অপরাধে সিয়েলো রুফটপ কর্তৃপক্ষকে নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর বিধান অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। রেস্টুরেন্টের জেনারেল ম্যানেজার তার অপরাধ স্বীকারপূর্বক অর্থদণ্ড দিতে চান ও তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

অভিযানকালে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) নিরাপদ খাদ্য পরিদর্শক মো. আসলাম ভূঁইয়াসহ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সাপোর্ট স্টাফ এবং আনসার সদস্যরা উপস্থিত ছিলেন।270196501_344783810410136_4363391790725649694_n