বিশেষ ক্যাম্পেইনের প্রথম দিন ২৩ হাজার ডোজ ভ্যাকসিন দিলো ডিএসসিসি

বিশেষ ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথম দিনে ২২ হাজার ৮৯২ জন করোনা ভ্যাকসিন দিয়েছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। রবিবার (২৩ জানুয়ারি) থেকে শুরু হওয়া এই কর্মসূচি ২৫ জানুয়ারি পর্যন্ত পরে  ৩০ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত পরিচালিত হবে।

দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় বসবাসরত নিম্ন আয়ের বাসিন্দাদের জন্য পরিচালিত এই বিশেষ কোভিড-১৯ ভ্যাকসিনেশন ক্যাম্পেইনের জন্য প্রতিটি ওয়ার্ডে একটি করে কেন্দ্র স্থাপন করা হয়েছে।

গত ২৩-২৫ নভেম্বর এবং ৩০ নভেম্বর- ৫ ডিসেম্বর পরিচালিত বিশেষ ক্যাম্পেইনে অ্যাস্ট্রাজেনেকার ১ম ডোজ গ্রহণকারীরা ২য় ডোজেও অ্যাস্ট্রজেনেকার ভ্যাকসিন গ্রহণ করতে পারবেন।

ক্যাম্পেইন চলাকালীন কেউ ভ্যাকসিন গ্রহণে ব্যর্থ হলে তিনি পরবর্তীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের তালিকাভুক্ত পাঁচটি নগর মাতৃসদন ও দুটি হাসপাতাল (ঢাকা মহানগর জেনারেল হাসপাতাল এবং ঢাকা মহানগর শিশু হাসপাতাল) হতে অ্যাস্ট্রাজেনেকার ২য় ডোজ গ্রহণ করতে পারবেন।