রিকশা যেতে না চাইলে জরিমানা, লাগবে লাইসেন্স

রিকশাচালকদের প্রশিক্ষণ দেবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। চালকদের রিকশা চালানো এবং ট্রাফিক নিয়ম-কানুন শেখাতেই এই প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। দূরত্ব অনুযায়ী করপোরেশনের নির্ধারিত ভাড়াও জানানো হবে তাদের। যুক্তিসঙ্গত কারণ ছাড়া পর পর দুবার প্রশিক্ষণে অংশগ্রহণে ব্যর্থ হলে চালকের লাইসেন্স বাতিল হবে।

সম্প্রতি আরও কিছু বিধান রেখে ডিএনসিসি অযান্ত্রিক যানবাহন চলাচল (নিয়ন্ত্রণ) প্রবিধান জারি করেছে। প্রবিধান অনুযায়ী মালিকদেরও অযান্ত্রিক বাহনের লাইসেন্স নিতে হবে। চালকদেরও নিতে হবে ড্রাইভিং লাইসেন্স। ২১ মার্চ প্রবিধানটি গেজেট আকারে প্রকাশ হয়।

বিধি অনুযায়ী চালকদের থেকে মালিক দৈনিক সর্বোচ্চ কত টাকা আদায় করবে সেটাও নির্ধারণ করা হবে। অতিরিক্ত ভাড়া আদায়ে বাতিল হবে মালিকের লাইসেন্স।

এছাড়া নির্ধারিত ভাড়ার অতিরিক্ত দাবি করলে কিংবা যেতে অস্বীকৃতি জানালে ১০০ টাকা জরিমানার বিধানও রাখা হয়েছে। 

অযান্ত্রিক যানবাহন বলতে তিন চাকার রিকশা, দুই চাকার ঘোড়ার বা গরুর গাড়ি, ঠেলা গাড়ি, দুই/তিন/চার চাকার ভ্যানগাড়ি বোঝানো হয়েছে। তবে, কোনও ব্যাটারিচালিত মোটরযান/রিকশা/ইজিবাইক/নছিমন/করিমন এর অন্তর্ভুক্ত হবে না।

অযান্ত্রিক যানবাহনের লাইসেন্সের মেয়াদ হবে এক বছর। নির্ধারিত ফি দিয়ে নবায়ন করা যাবে সেটা। ১৮ বছরের কম এবং ৫০ বছরের বেশি কাউকে লাইসেন্স দেওয়া হবে না।