জীবনের গল্প শোনালেন মেয়র আতিক

শিক্ষার্থীদের নিজের জীবনের নানা গল্প শোনালেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

শুক্রবার (২৫ মার্চ) বিকালে রাজধানীর হলিক্রস কলেজের হল রুমে হলিক্রস কলেজ কর্তৃক আয়োজিত এক অনুষ্ঠানে তিনি তার জীবনের নানা গল্প তুলে ধরেন। মেয়র তার ক্যারিয়ারে বাবা-মা ও পরিবারের সদস্যদের অবদানের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন।

মেয়র বলেন, ‘জীবনে সফল হতে হলে পদে পদে অনেক চ্যালেঞ্জ নিতে হবে। দৃঢ় মানসিকতার সঙ্গে সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শুধু ক্লাসে প্রথম হলেই চলবে না। শিক্ষার পাশাপাশি দীক্ষাও অর্জন করতে হবে। মানবিক হতে হবে। মানুষের বিপদে এগিয়ে যেতে হবে।’

এসময় মেয়র বলেন, ‘সুশিক্ষিত হয়ে সত্যিকার মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাকটিভিটিসে সম্পৃক্ত হতে হবে। যার মাধ্যমে আত্মবিশ্বাস বাড়ে ও এর ফলে যেকোনও অবস্থার সঙ্গে খাপ খাওয়ানো যায়।’

বক্তৃতা শেষে বিজনেস ফেস্টিভালে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তিনি।

অনুষ্ঠানে হলিক্রস কলেজের অধ্যক্ষ সিস্টার শিখা গোমেজসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।