কেনাকাটার সময় বাগবিতণ্ডা, ঢাকা নিউমার্কেটে ব্যবসায়ী-শিক্ষার্থী সংঘর্ষ

রাজধানীর নিউমার্কেট এলাকায় একটি দোকানে কাপড় কিনতে যাওয়া ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে বাগবিতণ্ডার এক পর্যায়ে ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (১৮ এপ্রিল) রাত সাড়ে দশটার পর সংঘর্ষ শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন রয়েছে। ছোড়া হয়েছে একাধিক রাবার বুলেট ও টিয়ার শেল।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, রাত ১১টায় ঢাকা কলেজের তিন শিক্ষার্থী নিউমার্কেটে গেলে দোকানীর সঙ্গে কথা কাটাকাটি হয়। এ সময় তিন শিক্ষার্থীকে মারধর করে ব্যবসায়ীরা। পরে ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা নিউমার্কেট এলাকায় এসে ভাংচুর চালায়। শুরু হয় দু'পক্ষের মধ্যে সংঘর্ষ।

ব্যবসায়ীদের অভিযোগ, একটি দোকানে চটপটি খাওয়ার পর ‘টাকা না দেওয়ার’ কারণে বাগবিতণ্ডার শুরু হয় ব্যবসায়ীদের সঙ্গে ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীর। বাগবিতণ্ডার জেরে হাতহাতি হয়। পরবর্তী সময়ে এ ঘটনা ছড়িয়ে পড়লে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এসে হামলা চালায়।

পুলিশের নিউমার্কেট জোনের সিনিয়র সহকারী কমিশনার শরীফ মুহাম্মদ ফারুকুজ্জামান বাংলা ট্রিবিউনকে বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। দুই পক্ষকে শান্ত করতে পুলিশ কাজ করছে।

এ সংঘর্ষের ফলে নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল বন্ধ রয়েছে।